এক সমুদ্র জন্মের ইতিবৃত্ত ইতিহাস আমাদের
পরিচিতহীন মানচিত্রের পাতায় বিষবাষ্প ঢেউ
বেড়ে ওঠে ক্রমাগত হৃদয়ের সমুদ্রে।
এক বিষন্ন হেমন্তের বিকালে প্রজাপতির ঘর
পাখির বাসা পরিচয় তুচ্ছ আরোগ্য নেপথ্য
শহরের শেষভাগে রূপকথা।
এমনটা হওয়ার কথা ছিল না চলার পথে
বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকা সংগ্রাম
খোলা চোখ জন্মের উন্নত মাটি পরিত্যাগ করে
ক্রমাগত বেড়ে উঠছি যুক্তিহীন অভাবে।


একসমুদ্র উদ্রেক প্রচন্ড উন্মাদ নগরী
সরীসৃপের জীবন আমাদের পরজীবী ভুল
ঠিকানা নেই আকাশ মরু সঞ্চালনে
পুরোটা জীবন সমুদ্র স্নানে ব্যস্ত।
এ পৃথিবী সমুদ্র স্বরূপ
সেখানে বেঁচে থাকাই আসল পরিচয়
বাকিরা মৃত প্রাণী বিপর্যস্ত উপাধি
সবচেয়ে ভুল বিলাসীতা জীবন।।