রচনাকাল - ২৬শে মে ২০২৩


আমৃত্যু এ তপস্যা এই জীবন
চলার পথে হতাশা।
এৈগুণ্য ক্ষমতার ত্রিভুজে রাজত্ব
স্বর্গ মর্ত্য পাতাল ভেদে কোনো কিছুই নেই বাকী।
বিরহের একদিন অন্যদিকে অন্ধকার রাত্রি
ক্ষয়ের পথ মসৃণ - এই বিষয় সর্বগ্রাসী
অতিমর্যাদায় পরাজয় বিরোধীরা তো একই।


সন্ধ্যা আকাশে তারা খসে
ভুল হয় বাণী; মিথ্যার চোখে আগুন রাঙিয়ে
চিনা যায় সবই।


যে সংকট হারিয়ে যায় বাজেয়াপ্ত বোতলে
নিন্মগামী সমুদ্র তরঙ্গ জানান দেয় এসে গেছি
শয়তানের বসতভূমিতে।।