সাগরের মতো কাজল কালো মেয়ে সে
আবার কবে সাগর স্নানে যাবে ?
তোমার দিকে বিভোর দৃষ্টিতে চেয়ে
আমার রাত্রি কাটে আকাশের তারার দীপ জ্বেলে।


তুমি কাজল পড়া মেয়ে
আমি পৃথিবীর দিকে চেয়ে
অবাক হয় বুকের ভিতর স্বপ্ন পুষে
জলের নীচে বসবাস করে।


কাগজের ফুল জলভরতি ফুলদানিতে সাজিয়ে
সে জলের নীচে সাঁতার কাটি আমি তোমায় ভেবে ভেবে
শব্দের প্রহর সন্ধ্যামালতি সাজিয়ে
গল্প লিখি নীল আকাশের বুকে ছড়িয়ে ছিটিয়ে।