সাগর জলে স্নান করে
বেলা গেল প্রিয় জোৎস্না রাতে।
ভুল হওয়া মনের উদাসী কারাদণ্ড
তবুও এ বুক যেন পদ্মপাতার ভুই।


নদীর বুকে সাঁতার কেটে সুন্দর পৃথিবীতে
অজানা মানুষ আসে ভুল ঠিকানায়।


মনে মনে কত চিঠি লেখা
রাতের সুরভী ক্ষণে
হৃদয়ের ঋণে পরাজয় যেন সব
দীর্ঘ তরুলতা পুলকিত শিল্পীর তুলিতে
নব নব শব্দের ভাষা ডাকচিঠিতে জমা হয়
অজস্র জন্ম ধরে।


হারানো সুর দূরদেশ
অপরাধ সূর্য অনুরাগ হৃদয় মুকুল
বিরহের কথায় লুক্কায়িত রাত্রি
আলোকিত পথে নেই জীবনের সব।


বুকের প্রান্তরে হাহাকার নিমন্ত্রণ
ঝলসানো আত্মহত্যা কঠিন পরিশ্রম
কথার দেশে রাজ্যসীমানা পাঁচিল
পথের সম্মুখে সম্মুখে মানুষের পদমিছিল।