শহরের বুকে আগুন জ্বলে
রাএ থেকে উড়ে যায় পাখি
হারিয়ে যায় পথ মৃত্যু মিছিলে।


শূন্যের ভিতর দিয়ে নবজীবন উদ্ধার
ইচ্ছার বিরুদ্ধে বাদ পড়ে প্রতিবাদ।


কবিতা অজস্র জন্ম নিজের ঘাম ঝরিয়ে
স্বাধীন হতে চাই ঘুমের ভিতর।
টেলিফোন আবিস্কার হোক কিংবা উড়ো জাহাজ
আমরা নিজের বিরুদ্ধে হিংসার মামলায় গ্রেপ্তার
মৃত স্বর্গ আরাম কেদারায়।


শহর চরিত্র বদলায়
মানুষ চরিত্র বদলায়
কেউ কারো খোঁজ রাখে না
জড়বুদ্ধি বৃদ্ধ জঞ্জাট।


মানুষের জন্ম থেকে উড়ে যায় প্রার্থনা
হাত পাতলে ভিক্ষার বাটি
ভিক্ষা দেওয়ার মানুষ থাকে না
কেননা প্রতিরাতে শহর চরিত্র বদলায়।