একাকী শহর ভেজা পথ
সুন্দর মনের গভীরতা বই ছুঁয়ে উদাসী
যেমন ভাবে উদাসী হয় নারী। তেমন।
আমি তেমনভাবে কাউকে ভালোবাসিনি !
কত স্বপ্ন কত আশা হৃদয়ের গভীরে
কয়েকটি পোষা ময়না পাখির মতো।


শুকনো গাছের পাতা জবাবহীন
জবাব নেই তেমন হঋদয়এর শব্দগুলোর
অজস্র জন্মের অস্তিত্ব নশ্বর শাশ্বত লাগে।
চেনা শহর ভেজা পথ
বৃষ্টির বিন্দুর আঘাত চরম ভয়ঙ্কর বেদনার মতো
দুঃখ চোখে গভীরে স্থান পায়।