আমার শূন্যতা জুড়ে সমস্ত পরিপূর্ণতা
নিরাশার অন্ধকার ত্যাগ করে
উথালপাথালের নীতি রচনার কাহিনী
জড় বুদ্ধি হতাশার তলোয়ারে।