চোখের পাতা থেকে রাত্রি ঝরে গেছে
সমাধির চত্বরে : নীল হৃদয়ের সাদা পালকে ফ্রান্সের সিমতিয়ের দু পের লাশেজ হতে
ইতালির জেনোয়ার স্টাগ্লিনো সমাধিস্থল জুড়ে
এই দুটি স্থানের মধ্যে দূরত্ব যতটা
ঠিক ততটাই ব্যবধান আত্মার সাথে !
সমুদ্রের গর্জন খুব তীক্ষ্ণ সুরে বইছে
চলার পথে....
শহরের দেওয়ালে শুধু স্মৃতির মানচিত্র টাঙানো হয়েছে
মানুষের বিরুদ্ধে !
জীবনের সীমানা প্রাচীন সভ্যতা নবযুগ
ফুরে ফুরে যায় শুধু মেঘেরা
বৃষ্টির ফোঁটা দলবেঁধে আসে মৃত্যুর চিঠি নিয়ে
অচেনা পৃথিবীর খোঁজ দিতে।
জীবনের বদনাম চোখে ভেজা উপন্যাস
নক্ষত্রের পথে আলোকিত অগ্নিজোয়ার হতে
দাবানলের ভস্মিভূত ছাইয়ের আত্মজীবনী
রয়ে যায় বহুকিছু অদৃশ্য হৃদপিন্ডের অন্তরালে।
কেউ কখনও কথা রাখেনি , কথা ছিল বহুকিছু
দুটি হাতের উল্টোপিঠে
এই পৃথিবীকে রক্ত-রেণু সফলতা দিয়ে
দেবতাদের বসতভূমি ছড়িয়ে দিলাম
নবজাতকের চলার পথ জুড়ে।।



             উৎসর্গ - অস্কার ওয়াইল্ড ও কন্সটান্স
                        লয়েড
             লেখক - অভিজিৎ হালদার