সময়ের পর সময় এসেছে
ফুরিয়ে গেছে তোমার আমার দিন।
কেটেছে বহু আঁধার দিন রাত পেরিয়ে
একান্ত মুহূর্তে কবিতার শব্দের অর্থ পেরিয়ে মরুভূমির জলদস্যু এসেছে এগিয়ে।


কোটি কোটি মানুষের দেশের ঐতিহ্যবাহী সংগ্রাম
বিবেকের বিশ্বরূপ দর্শন থেমে গেছে একুশটি জীবন্ত কিংবদন্তির কথার ভিড়ে।


যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ এসেছে পৃথিবীতে আজ
বারুদের আগুন ঝলসিয়ে গেছে গাছেদের অস্তিত্বে।
সময়ের সঙ্গে দূরত্বের বৃষ্টি ভেজা রজনীর নিস্তব্ধতায় কেটে গেছে বুকের বিরুদ্ধাচারণ
নব দিগন্তের শূন্যতা ছড়িয়ে ছিটিয়ে পুষেছি সংগ্রাম
আর পুষেছি হৃদয়ের গোপন সংবাদ এমনকি একটি চাঁদের আয়ুষ্কাল।