স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি
শেষ ট্রেনের অপেক্ষায়।
হাতে আমার হাতঘড়ি
সময়ের কাঁটা বহমান।
জাগিয়া রাত রং মশালের আলোয়
আলোকিত প্রেমের মানচিত্র
স্নিগ্ধতায় ঢাকা পড়ে শহরের পথ।
তাঁরে আমি ভাবিলাম ঢের বেশি
সে কি আমার কথা মুখে আনে একবারও!
কি পেলাম আর কি বা নাহি পেলাম
তাতে আমার কোনো দুঃখ নেই।