শুকনো গাছের নীচে মানুষের সমাধি
নেই কোনো অভিযোগ।
বলতে নেই ভালোবাসা
বলতে নেই আশার প্রদীপ আলো দেওয়া!
কেউ কারো জন্যে নয়
থেমে থাকা নয়কো জীবন।


এই পৃথিবীর অক্ষরে অক্ষরে হিসেবে নিকেষ
জ্বলন্ত আগুনে পুড়ে ছাই অতীত।
নদীর স্রোতের বিপরীতে অভিনয় করেছেন যারা
তারা তলিয়ে গেছে অজানা অসুখে।
শুকনো গাছের নীচে মানুষের সমাধি
কেউ কোনো দিন কথা রাখেনি একুশ বছর
অন্ধকার স্বর্গ মর্ত্য পাতাল ভেদ করে বেরিয়ে এসেছে ইতিহাস
সেই দিন আর নেই পৃথিবীর অর্ধেক রাত্রির বিপরীত অধ্যায়ে।