ঠিকানাহীন এক পাখি
উড়ে আসে বনের গাছে ।
দেখতে সে হলুদ হলুদ
ঠোঁটটি তাঁর হালকা লাল।
বনের রাজা সিংহ রাজ
থাবা তাঁর ছপাত ছপাত।
পাখিটি টালির ছাদে
বসল যখন মিষ্টি সকালে
তখন আমি কবিতা লিখে
তুলে দিলাম তাঁর ছোট্ট ঠোঁটে।
ঠিকানাহীন পাখিটি কবিতা দিল
আমার নীল প্রেমিকাকে ;
কবিতা পেয়ে সে খুব খুশি
ডাকি তাঁরে শালু বলে।
সেই পাখিটি তারপর রোজ সকালে
নিয়ে যেতো আমার খোঁজ
সকল আশা তার হৃদয়ে
জমে থাকে লাল পাহাড় হয়ে।
তারপর হঠাৎ একদিন ঠিকানাহীন পাখিটি
উড়ে চলে গেল তাঁর ঠিকানাতে
সেইদিন থেকে আমি একা
মন শুকিয়ে যায় রোদে রোদে।।