তবু কেন বৃষ্টি আসেনি মনের গভীরে
সে আমার বোঝেনি অন্তরের আগুনে।
কবিতা কঠিন প্রজন্ম শুধু
হৃদয়ের কথা বলা হয়নি নিখোঁজ নিয়মে।
আলোকবর্ষ দূরে সরে গেলে সবচেয়ে সোডিয়াম কার্বনেট সূত্রে।


মনে পড়ে বৃষ্টি ভেজা বিকালে রাজধানীর বুকে বিষণ্ণতা সিন্ধু
কারো খোঁজে জীবনের দম হাওয়াই বেলুন।
পথের পথিক তুষের আগুন একশো কোটি অনুভবের ভিতরে একটি মাত্র অনুভব প্রেমকে ছুঁতে পারে।


তবুও কেন বৃষ্টি আসেনি চোখের কোণে
হলুদ খামের ভেতর প্রেম কাহিনী বন্দী থাকে
তেমন ভাবে বন্দী হয় হৃদয়ের আয়না পাওয়া জীবনের জলছবি গুলো।