তোমার অভিমানগুলো কুড়িয়ে রেখেছি সমুদ্রের উত্তাল ঢেউয়ের ভিতর থেকে।
সাতটি রঙে সাতটি পরামর্শ রচিত সূচকে
ভারতবর্ষের মাটি থেকে ছিনিয়ে আনতে চেয়েছি তোমায় !
হারিয়ে যাওয়া বিনিদ্র রজনী হাতের মুঠোয় ভরে
নিলাম করেছি একটি দেশের ভৌগোলিক সীমানা থেকে বিদেশি সীমান্তের নিকটে।
এ কবিতার জন্ম হয়নি মানুষের বুকের গভীরে
প্রতিটি প্রশ্বাসে শহরের বড় বড় অট্টালিকা সব ভেঙে চুরে তছনছ হয়েছে
তুমি বোঝনি! আমি কিছু বলতেও চাইনি !
শুধু মন থেকে মনের গভীরতা মাপার ফিতা নীলনদের বুকে ভেসে যায় নীলচে পাহাড় সমান বেদনা হয়ে।


কাকে বলবো সমস্ত কথা
এই পৃথিবীতে কেউ কারো জন্য সময় দিতে চাইনা!
সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা অপেক্ষারত নৌকাগুলো তাদের অভিমুখ বদলে নেয়
তারাও জেনে গেছে বিধর্মীর মানে , জেনে গেছে কে কাকে চাই।