তুমি নেই হৃদয়ের সমুদ্রে
কতটা পথ পেরিয়ে এলাম শব্দের গভীরতা কিংবা আলপনার বুকের উপর থেকে।
ভালোবাসার নাম ভালোবাসা (লাল)
বিরহের নাম বিরহ (নীল)

বি
তা
- শত শতাব্দীর কবিতা এইসব আলোকবর্ষের দিকে ছুটে চলে
মনে হয় বহু আদি কাল জেগে জেগে শুয়ো পোকা থেকে প্রজাপতির জন্ম হওয়া দেখছি।
আদুরে নদীর ধারে বাড়ি
তাঁর চেনা দুচোখের দিকে তাকালে আমার দুটি চোখে আগুন লাগে ।


ভালোবাসার নাম কবিতা দিয়ে শুরু
পৃথিবীর সবচেয়ে বড় প্রেম প্রকৃতির সাথে মানুষের।
চাঁদের দূরত্বে দাঁড়িয়ে আছে আমাদের ভালোবাসা
মনে হয় কতটা পরিবর্তন করলে বদলে যায় শিল্পীর জীবন্ত ছবি
কিংবা অর্ধপোড়া জীবাশ্মের চিত্রে কার ছবি অস্পষ্ট !
ভালোলাগে ভালোবাসা - ভালোলাগে বিরহ নীলচে বেদনা।


তুমি নেই হৃদয়ের সমুদ্রে
ডুব দিয়েছি মনের গভীরে।
চোখে চোখে বিপ্লব দেখেছি
বিপ্লব দেখেছি তোমার আমার হৃদয়ের গভীরে গভীরে।।