তুমি নেই তাই বয়ে গেছে অনেক সময়
জীবনে চলার পথে হাজারো দুঃখ আছে
বেদনার নীলচে দহনে জ্বলছি অবিরত।


দূরত্ব মুছে দিয়ে কখনো বলোনি ভালোবাসি
কখনো বলোনি কতটা ভালোবাসলে পুরুষ প্রেমিক হয়ে ওঠে
কিংবা কতটা ভালোবাসা দিতে জানলে প্রেমিকা হওয়া যায়।
চোখের বৃষ্টি ভেজা রাতে হারিয়ে যায় ধ্রুবতারা দেখে
মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমার নির্মল দুটি চোখ।
কখনও ফিরে তাকাওনি পাখির নীড়ে
তোমার কাজল কালো চোখে আমি খুঁজেছি ভালোবাসা
দীর্ঘ উপলব্ধির শিরাতে শপথের বৈধতা আছে বৈকট
নৃতিক্ত ভোরের আলোয় আলোকিত তোমার বয়সের ছাপ ধরে পরে না।


তুমি নেই তাই বয়ে গেছে অনেক সময়
শূন্যতার ভিতর তোমাকে না পাওয়ায় শূন্যতা বাড়ে আমার
তুমি তা বোঝনি কখনও
দুর্দান্ত দুপুরের রোদে পুড়েছি নিরন্তর
তুমি তা কখনও উপলব্ধি করতে চাওনি বলেই কত মেঘ আকাশের ঠিকানা পরিবর্তন করে দূরে চলে গেল
অন্য প্রান্তের বৃষ্টি আসলো।