পথের মোড়ে ভেঙে যায় মানুষের হৃদপিণ্ড
কোনো ঝড় ছাড়াই !
জীবন হারিয়ে যায় মরা নদীর গর্জনে
ক্ষণস্থায়ী ব্যবধানে মানুষ কি থেকে কি হয়ে যায় !!
সেটা প্রত্যাশিত নয় ! আমরা সাধারণ নাগরিক হাজার শব্দের অর্থ বুঝি না, সময় যা বোঝায় তাই বুঝি
ঠিক ভুল জানি না ; মেনে নিই মাথা নিচু করে কোনো প্রতিবাদ ছাড়াই।


মানুষের হৃদপিণ্ড ভেঙে গেলে
কোনো ব্যথা হতাশা দুঃখ কষ্ট থাকে না
থাকে শুধু হার মেনে নেওয়া কিছু জীর্ণ পাতা;- সময়ের ব্যবধানে কীটপতঙ্গের দল মাথার উপরে স্থান পায়
আর দেবতারা মাথার নিচে....
মৃত নাবিকের চোখে স্বপ্নের ভাষা থাকে কয়েকটি শামুক তাঁদের গন্তব্যের পথ ভুলে যায় মানুষ হারিয়ে ফেলে চলার পথ।


মানুষের মৃত্যুদন্ড দেওয়া হলেও
তাঁদের হৃদপিণ্ড ভেঙে যায় না !
হৃদপিণ্ড ভেঙে যায় পথের মোড়ে
কথা দেওয়া নেওয়ার মিথ্যা অভিনয়ে অজুহাতে।
ভেঙে যাওয়া হৃদপিণ্ড বেঁচে থাকার কথা বলে না !
কোনো আশীর্বাদ চাই না পৃথিবীর কাছ থেকে নিকটে দাঁড়িয়ে বদনাম , শোষণের জোক
চুষে চুষে খায় মানুষের হৃদপিন্ডের পুরো রক্ত।।


১৩.০৮.২০২৩


Copyright Reserved