নয়নের জলে ভেসে গেছে হৃদয়
কঠিনের তরল উড়ে হারিয়ে যাওয়া বিবেক
শুকিয়ে শুকিয়ে উন্মোচিত অধ্যায় অসমাপিত পথের দিকে এগিয়ে চলে।
রক্তের চিহ্ন প্রেমের অস্তিত্ব লেখে
উপন্যাসের ভিতরে বাহিরে আছে চরিত্র অসংখ্য
ফুসফুসের বাতাসে নিঃসঙ্গ চেতনা বাড়িয়ে তোলে।


ভিতরে বাহিরে আছে বহুকিছু
বহুকাল নিস্তব্ধ থেকেছি মানুষের সম্মুখে
কথা হয়নি - কথা নেই।
ফুলের ভিতর ফুলের বিষণ্ণতা দূর বহুদূর বশ্যতা স্বীকার করেছি।