ধর্ম ধর্ম ধর্ম


সব ধর্মই বাঁচতে শিখায়,
বাসতে শিখায় ভাল।
কোনো অজানা স্বার্থে লড়তে শিখায়
মনটা যাদের কালো।


লড়ছে যারা ধর্ম নিয়ে
ধর্ম গর্বে বাঁচে।
এদের খাতায় শুধু অশিক্ষিত নয়,
শিক্ষিতরাও আছে।


শুধু ধর্ম ধর্ম বলে রে সমাজ
হিংসা গণ্ডি ছাড়ালো!
আজ কর্ম ছেড়ে বর্ম পরে
অস্ত্র ধরেছে ধারালো!


এরা ঈশ্বর খুঁজে আকাশে বাতাসে,
জীবে ঈশ্বর খুঁজে না।
মূর্খ অন্ধ ধর্মপন্থী
ধর্মবাণীই বুঝেনা।


যতোই তারা আরোহন করে
পুস্তিকা পুথি পাহাড়ে,
গ্রন্থ হাজার চিবিয়ে গিলেও
যুক্তি বুঝেনা আ হা রে !


মহৎ জ্ঞানী ছিলেন
যারা ধর্মগ্রন্থ লিখেছেন।
প্রয়োজন ছিল সমাজে,
তাই নিয়মাবলী এঁকেছেন।


সব ধর্ম একই গান গায়,
একই লক্ষ্য, শান্তি।
মানবীকতার বার্তা শিখায়,
জাগায় অধীকার দাবী তে ক্রান্তি।


ধর্ম বলে অস্ত্র ধরুক
দেশের যোগ্য যুদ্ধা।
হিংস্র জঙ্গী অস্ত্র ধরেছে,
যা আজ আন্তর্জাতিক মুদ্দা!


চলুননা, সবাই বুঝতে শিখি
ভালবাসার মর্ম।
ভেদাভেদ ভুলে আপন করি
মানবিকতার ধর্ম।