কি ছিল তোমার চোখের ভাষায় সেদিন,
কি ছিল তোমার হাতের ছোঁয়ায় মায়া।
চাঁদের চোখে ছল ছল রাত নিয়ে, এল না আমার ঘুম,
একটি কথাও বলল না মন সারা আকাশ শুনতে চেয়ে।


কত রজনীগন্ধা সন্ধ্যাবেলা ঝরে গেছে হৃদয় সাথে।
আজ নেই রেশ তার, কোনো রঙ নেই আর, সময় গিয়েছে চলে।
পড়ে আছে পথ আজো সেই খানে, স্মৃতির সরণি হয়ে।
আঁধার নেমেছে জোনাকি রাত ঘিরে, শুধু রূপ নিয়ে সরে গেছে দুরে।


বুঝি এক জনমের কায়া নিয়ে, আসে ওরা ইন্দ্রজালের মত।
কত ইশারায়, শত আশা দিয়ে যায়, ভেঙে দিয়ে যায় ভুল শেষে।
কুশীলব এই জীবনের নাটে, দেখে যাই আমি, খেলা ভাঙার কত পালা।
তবু গেয়ে ফিরি ভবঘুরে সেই, একমনে নদীর যে বয়ে যাওয়া।



(এটি একটি ছ্ন্দহীন লেখা)