বাঘ, সব জাগায় বাঘ।
শূকর, শুধু শূকরীর সামনেই বাঘ।


সত্য, সব জাগায় সত্য।
মিথ্যা শুধু মিথ্যুকের কাছেই সত্য।


তাই সত্যে যত কষ্টই থাক,
এ মন সত্য আঁকড়ে থাক।


মিথ্যাগুলো শূকরের বাঘ সাজার মত
তাই সত্যগুলো বাঘের মত যদি
মিথ্যাগুলো গিলে খেত
তবে খুব! খুব! খুব! ভালো হোতো
মিথ্যাগুলো শূকরের বাঘ সাজার মত;
বাঘ গিলে খেলে ভালো হোতো।


বাঘ, সব জাগায় বাঘ।
শূকর, শুধু শূকরীর সামনেই বাঘ।


সত্য, সব জাগায় সত্য।
মিথ্যা শুধু মিথ্যুকের কাছেই সত্য।
সত্য, সব জাগায় সত্য।
মিথ্যা শুধু মিথ্যুকের কাছেই সত্য।