কী হে বন্ধু! সুদিন এলো?
গেল দুখের দিন?
ভাত জুটছে? কাজ জুটছে?
চুকেছে সব ঋণ?
একি! তোমার চোখে পানি!
পুলক! পুলকহীন!
কোথায় গেল পুলক তোমার?
ছিল যা সেদিন,
তবে কী সেদিন, সুদিন-স্বপ্নে
ভক্তিতে ছিলে লীন?
কোথায় গেলো পুলক তোমার?
ছিল যা সেদিন।
এইতো সেদিন সুদিন-স্বপ্নে
ভক্তিতে ছিলে লীন?
আজ তবে কী ভক্তি ভুলে
হয়েছ ভক্তিহীন?
আজ তবে কী ভক্তি ভুলে
হয়েছ ভক্তিহীন?


'ওই সুদিন - টুদিন ভাঁওতা বাজি
লোক ঠকানোর কল
জ্বলছে রে আজ জীবন আমার
ভালো কথা বল;
ওই সুদিন - টুদিন ভাঁওতা বাজি
লোক ঠকানোর কল।'


ভালো কথা সেদিনও কিন্তু
বলেছিলাম আমি
কিন্তু সেদিন অকারণে
শাসিয়েছিলে তুমি
ভুলে গেলে সেসব কথা?
ভুলিনি কিন্তু আমি
ভালো কথা আজও কিন্তু
বলছি ও ভাই আমি
কিন্তু  তোমার পেট জ্বলছে
পকেট আজ শূন্য
তাই বোধহয় ভালোকথাও
লাগছে ভাই জঘন্য;
তাই বোধহয় ভালোকথাও
লাগছে ভাই জঘন্য।


কী বললে? জ্বালাচ্ছি!
জ্বালিয়েছ তো তোমরা
তোমাদের করা ভুলের জন্য
সুখ খেলো সব ভোমরা;
জ্বালিয়েছ তো তোমরা।
একবার নয়; দু-দুবার!
ভুল করলে তুমি
ভুলের মাসুল তোমার সাথে,
জেনো চোকাচ্ছি আমি;
একবার নয়; দু-দুবার!
ভুল করলে তুমি।


'সুদিন!' সে তো মিথ্যা খাঁটি
থাকবে কিনা ভিটা-মাটি
সেই চিন্তায় আজ,
ডুবেছে গ্রাম; ডুবেছে শহর
ডুবেছে সমাজ;
থাকবে কিনা ভিটা-মাটি
সেই চিন্তায় আজ,
ডুবে আছে গ্রাম-শহর
ডুবেছে সমাজ।


শত কোটির সোনার তরী
ছিল এদেশ আমার
ডাকাত রাজা পেয়ে ক্ষমতা
লুঠে খেলো আর
সুখ - শান্তি - শ্রী যা ছিল
করলো ছারখার
বেচলো আকাশ, বেচলো মাটি
সাগরও পেলো না ছাড়
লুঠে খেলো লুঠতে দিল
বাবু গুলোকে তার,
বেচলো আকাশ, বেচলো মাটি
সাগরও পেলো না পার।


দাম বাড়ল তেল, নুনের
বাদ গেল না চা
শাক-সব্জি অগ্নি মূল্য
সুদিন ছিঁড়ে খা
লাভের গুড় খাবে বাবু
লোকসান! তুই চোকা;
লাভের গুড় খাবে বাবু
লোকসান তুই চোকা।


ডিজেল আজ গগনচুম্বী
পেট্রোল একশো পার
এটাই বুঝি সুদিন ছিল!
ভাইটি আমার?
এই সুদিনের আশায় বুঝি,
দিলে সেদিন গাল?
এই সুদিনের আশায় বুঝি,
বাজালে ভাই থাল?
সেদিন যদি বুঝতে ও ভাই
কত ধানে কত চাল
এ জীবনে হয়ত মোদের
হত না এমন হাল
তোমার ভুলের জন্যে আজ
এসেছে এমন কাল;
তোমার ভুলের জন্যে আজ
এসেছে এমন কাল।


আজ বোধহয় ধ্বংস - আশা,
তাই পথে ফের ফিরে আসা
কিন্তু তোমার ভুলের কারন
মরলো শ্রমিক, মরলো চাষা
চোখ জুড়ে আজ বন্যা এলেও
মুছবে কী ভুল - সর্বনাশা;
চোখ জুড়ে আজ বন্যা এলেও
মুছবে কী ভুল - সর্বনাশা।


এই দিনগুলো কেটে গেলে
জানি সব ফের ভুলে যাবে,
আবার কোনো দানব এলে
প্রলোভনে পা বাড়াবে
ধ্বংস করেনা একা রাজা
দায় কিন্তু প্রজারও থাকে
স্তাবকতা, বিস্মরণ বা চুপ থাকা
জেনো দুনিয়ায় ধ্বংস ডাকে
ধ্বংস করেনা একা রাজা
দায় কিন্তু প্রজারও থাকে,
ধ্বংস করেনা একা রাজা
দায় কিন্তু প্রজারও থাকে।


অন্ধ ভক্তি, যুক্তি ভোলায়
ভুলকে ভাবায় ঠিক
দেয় খুলে দেয় ধ্বংসের দ্বার
জীবন ভোলে দিক।
রাজারা সব লুঠতে পারে,
প্রজাই দেখায় দিক
ধ্বংস করেনা একা রাজা
দায়, প্রজারও খানিক
ধ্বংস করেনা একা রাজা
দায়, প্রজারও খানিক।