সব আলো নিজে নিলে বাকিরা যায় কোথায়?
কিছু আলো ভাগ করা ভালো
সব আলো নিজে নিলে বাকিরা যায় কোথায়?


আলোয় মেলো আলোয় মিলুক
মনগুলো, এখানে মন পড়ে শূন্যতায়
মাঝে মাঝে তাই কিছু আলো ভাগ করলে
ভোগ মধুর হয়
সব আলো নিজে নিলে বাকিরা যায় কোথায়?


একা ভোগে আনন্দ আছে ভাগের ভোগে স্বস্তি
অভাবের বস্তিতে জোনাকিও সূর্যসম
মিলনে মেলে শ্রাবস্তী
একা ভোগে আনন্দ আছে ভোগের ভাগে স্বস্তি
মিলনে মেদিনীপুরও শ্রাবস্তী।


সংকীর্ণতায় স্বার্থ আছে বক্ষ হোক বড়
সংকীর্ণতায় স্বার্থ নাচে বক্ষ হোক বড়
এ দুনিয়া আমার পরিবার
মানতে শেখ, নাহলে ছাড়'
অনেকতো খেলে এবার নাহয় খাইয়ে বাঁচো
ভাগ করে খেলে শেষ হয় না; হীরা হয়ে ওঠে কাঁচও
কত ভোগ চাই আর? এবার থামো দেখি
এসো গান ধরি মিলে বাঁচার মিলন গায়ে মাখি
কত ভোগ চাই আর? এবার থামো দেখি।


আয়ু অন্তত নয় আলোও নয়
অন্ত সবেরই হয়
তবে অন্তের আগে কিছু বসন্ত
মিলে থাকলে গ্রীষ্মও রঙিন হয়ে যায়
নাইবা ঘোরা হোলো প্যারিস, চড়া হলো
হাওয়া গাড়ি
আগামীর মুখে চওড়া হাসির ঝিলিক
সুখের সারি
কম কী?
কত ভোগ চাই আর? এবার থামো দেখি।
কত ভোগ চাই আর? এবার থামো দেখি।


সব আলো নিজে নিলে বাকিরা যায় কোথায়
কিছু আলো ভাগ করা ভালো
সব আলো নিজে নিলে বাকিরা বাঁচবে কী?