তোমার লেখা ' লজ্জা '
আঘাত করে মজ্জায়
উগ্র মৌলবাদের তাতে
বুক কেঁপে যায়;
তাই ভয় দেখায়।


তোমার লেখা ' লজ্জা '
কাঁটা বেছায় তাদের কব্জায়
উগ্র মৌলবাদীর তাতে
বুক কেঁপে যায়;
তাই ভয় দেখায়।


ওরা শুধু বারবার
দেখিয়েছে ভয়
ভয়গুলোকে আজ তাই
একঘেঁয়ে মনে হয়
ভেঙে গেছে তাই আজ
সব ধৈর্যের বাঁধ
এ লড়াইতে আমিও আছি
মেলাতে কাঁধে কাঁধ।


যারা করে অন্যায়;
তারা পেয়ে যায় পার
যে ভুল গুলো ধরে দেয়
নির্বাসন তার?
এই সব অন্যায়
চলবে না আর
বিদ্রোহ আসবেই;
সব হবে চুরমার।


বিদ্রোহ নামবেই
সব হবে ছারখার
ভয়ের সম্রাজ্যগুলো
টিকবে না আর
যতই ওরা ভয় দেখাক
জিতবে স্বাধিকার;
জিতবেই স্বাধিকার।


' ভয়ে ' আর ভয় নেই
পরোয়া নেই তাতে
তুমি থাকো যেখানেই
আমি আছি তোমার সাথে
দেখা হবে বন্ধু
একদিন রাস্তাতে।