বীজের হুলে ব্যাথা মুলে
ভবিষ্যত গেছে ঝুলে
লাফালাফি পদ্মে - ফুলে
মুখোশ সব যাচ্ছে খুলে।


কাজ নাই, নাই ভাত
ভোলা চাই প্রতিবাদ
তাই বিভেদের কালো হাত ব্যস্ত,
আনতে আঁধার রাত
এসে গেছে জাত - পাত
সাথে নিয়ে ধর্মের রেশ-ত।


ভুখাদের পেটে লাথ
বাবুদের কালো হাত
খুঁজে যায় খালি শুধু ভোট,
বানিয়ে অসাধু জোট
পাকিয়ে ভীষণ ঘোট
অধিকার চলছে লুঠ।


কেবল ক্ষমতা চাই
তাই নীতির মুখেতে ছাই
শুধু ক্ষমতার সিড়ি বাওয়া হচ্ছে,
চারিদিকে ধান্দা
চোখ থেকেও আন্ধা
সাধারণ খালি হাওয়া খুঁজছে।


যেদিকে দল ভারী
সেদিকেই তাড়াতাড়ি
ঝুঁকে পড়ে সেই সুরে গাওয়া,
ইনসানে নেই জান
শুকে গেছে সব মান
ভোট এখন শুধু চাওয়া পাওয়া।


পাবেনা কিছুই এরা
পায়নি আগেও কিছু
তবু ছোটে মিছু - মিছু
আশা যদি পায় কিছু
করছে সময় শুধু নষ্ট,
বাবুরা কলা খাবে
খোসা শুধু ছুড়ে যাবে
যার আছে সেই পাবে
ঘ্রানেই ভোজন হবে
শুধু শুধু বৃথা এই কষ্ট।


বাবুরা লুঠে যায়
তোদের লড়িয়ে হায়
নিজেদের পকেটে ভরে নোট,
যে লড়াই তোদের নয়
তাতে কেন অভিনয়?
ভা'ব একবার বেঁধে জোট।


লড়ে যাবি তোরা শুধু
বাবুরা খাবে মধু
ওরে সব উন্মাদ দল,
আর কবে বুঝে নিবি?
অধিকার খুঁজে নিবি?
বল - বল - বল; তোরা বল।