হক কথা, শুনছে কে?
দেখছি ব্যস্ত ধান্ধাতে।
হক কথা শুনছে কে?
ব্যস্ত, ব্যস্ত ধান্ধাতে।
হক মেরে টাকা গুনছে কে?
শুনছে কে? শুনছে কে?


দেখালেও, সব আন্ধা এথা
ভোগের মোহ খুব জেদী;
দেখেও এসব দেখে না ওরা
স্বার্থে লীন হীন দেখি।
দেখে - দেখে তাই
কেটে গেলো ভাই
জিন্দেগি! জিন্দেগি!
জানি কিছু দিনই
আর বাকি মোর
তবুও বলছি জিন্দেগি -
স্বার্থ ভুলে দু-হাত তুলে
বল জোরে বল, বল দেখি -
সঁপছি এ প্রাণ মানুষের তরে
আয় নূতনের গান লিখি;
সঁপছি এ প্রাণ মানুষের তরে
আয় নূতনের দিন আঁকি।


দেখালেও, সব আন্ধা এথা
ভোগের মোহ খুব জেদী;
দেখে - দেখে তাই
কেটে গেলো ভাই
জিন্দেগি! জিন্দেগি!
জানি কিছু দিনই
আর বাকি মোর
তবুও বলছি জিন্দেগি -
জীবন দিয়ে জীবনটাকে
সাজাই মিলে আয় দেখি;
জীবন দিয়ে জীবনটাকে
সাজাই মিলে আয় দেখি;
জিন্দেগি! ও জিন্দেগি!
আয় দেখি! আয় দেখি!


নিজের কথা ভাবতে ভাবতে
যে ভুলে যায় মানুষকে
কিছুই শেষে পায়না সেজন
কারন সেতো ফানুসকে
জীবন, জীবন, জীবন ভেবে
ভুলে ছিল ভাই মানুষকে;
মানুষও ভাই যায় ভুলে যায়
এদের মত মানুষকে।
নিজের কথা ভাবতে ভাবতে
যে ভুলে যায় মানুষকে,
মানুষও ভাই যায় ভুলে যায়
এদের মত মানুষকে।


ভাবতো যদি সবার কথা
কেউ না কেউ ঠিক তাকে
ফিরিরে দিতো পাওনাটা তার
ফিরতি পথে ঠিক ডাকে।
টাকা - বাড়ি, গয়না - শাড়ি
আসল পাওয়া নয়রে ভাই
মানব মুখে ফোটালে হাসি
আসল পাওয়া হয়রে ভাই
থাকলে বেঁচে আসলে নেচে
হাজার মানুষ তোর কাছে,
ভাবিসনে, তুই ভীষণ ভালো
দ্যাখ! কাছে তোর কী আছে?
যদি থাকে বহুত কড়ি
ফুরিয়ে গেলে সব যাবে
যদি কাছে চিত্ত থাকে
মরার পরও সব রবে;
দ্যাখ! কাছে তোর কী আছে?
মরার পরে একজনও যদি
অচেনা মানুষ খাটের পর
বসে কাঁদে - কাঁদে, কাঁদে বসে - বসে,
সেটাই আসল পাওনা তোর।
তাইতো বলি জীবনটাকে
মাপিসনে ভাই টাকার পর
জীবন মানে বিলিয়ে দেওয়া
নিজেকে, নিজেকে; সেটাই কর।
তাইতো বলি ফোটা ফুলই
বনেও ফুটুক; মুখেও হায়
দুনিয়াতে ভাই, সবচেয়ে দামি
মুখের হাঁসি আর হৃদয়।
তাইতো বলি হৃদয়টাকে
কররে বড় তুই আরও
এতো ভালো তুই
হয়ে দেখা ভাই
সেই আলোতে সরকারও
যেন ভালো ভাই
হয়ে যায়; পাই
সবার পিঠে হাত কারও
হৃদয়টাকে কর বড় তুই
আরও! আরও! খুব আরও!
সবাই যেন অসহায়তায়
পিঠে তার হায় হাত কারও
পায়রে এথা, পায়রে এথা,
মনটা খুলে হাট করো;
দরকার এটা আজকের দিনে
বেশি - বেশি করে খুব আরও;
দরকার এটা আজকের দিনে
বেশি বেশি করে খুব আরও।


সংকীর্ণতা গ্রাস করেছে -
সমাজটাকে, অন্ধকার
এখন ভীষণ, দেখাচ্ছে তেজ
আলোর এখন রুদ্ধদ্বার।
আমিই কেন দেখাবো আলো
অন্য কেউ দেখাক আর
বলার সময় নয়রে এটা
সমাজটা তোর, তুই এটার
রক্ষাকারী না হলেরে
করবে এটা রক্ষা কে?
সবার এমন ভাবনা হলে
সর্বনাশকে রুখবে কে?
আসছে তেড়ে ধ্বংস ওরে
বুক পেতে তুই আগলে রা'খ
দেখবি তোকে, দেখেরে ভাই
আসছে কত রাখতে হাত
তোর হাতে ভাই, তোর হাতে ভাই -
আসছে কত রাখতে হাত।
ব্যক্তি স্বার্থ আজ থেকে তাই
দূরে - দূরে - দূরেই রা'খ
হাজার পিঠে হাত রাখলে
তোর পিঠে - ঠিক একটা হাত
থাকবে দেখিস, মিলিয়ে নিস
প্রতি পিঠে একটা হাত
ঠিক একদিন থাকবে থাকবে
সবার আগে তোরটা থাক;
থাক পিঠে হাত, রাখ পিঠে হাত,
সবার আগে তোরটা থাক।


শুরু আগে কর তুই - তুই
জয় মা বলে তো'ল বাহু
মানুষ হবার গান ধর তুই
যাক মুছে যাক সব রাহু;
বাহু তুলে জয় মা বলে
মানুষ হবার গানটা ধর
একেক করে মানুষ হলে
দেখবে আলো গ্রাম - শহর -
নিজের চোখে, নিজের চোখে,
শুরুটা ভাই তুইই কর;
মানুষ হবার গানটা ধর।
বাহু তুলে জয় মা বলে
মানুষ হবার গানটা ধর।