যারা সারাদিন পায়নি অন্ন
ক্ষুধার জ্বালায় হচ্ছে বন্য
যদি মন কাঁদে তাদের জন্য
তবেই তুমি মানুষ।


সস্তা প্রচার পাওয়ার জন্য
দিয়ে অন্ন যৎসামান্য
যদি ছবি তোলা হয় অগ্রগণ্য
তুমি কী আদৌ মানুষ?


দু মুঠো ভাতে, আছে অধিকার
তোমার, আমার, সবার-সবার
তবুও তোমার চাই প্রচার?
তোমার আছে কী হুঁশ?


মানুষ হয়ে মানুষে মিশে
যদি ব্যস্ত থাকো প্রচার বিষে
তবে মান-হুঁশ তোমার নেই মানুষে
তুমি সত্যিই অমানুষ;
সত্যি ....সত্যিই অমানুষ।