#নেতা


নেতা জনতা তৈরি করে
দুর্নীতি, স্বজনপোষণ নয়।
নেতা তো জনতার মুখ
তাকে শ্রদ্ধা করতে হয়; ভালোবাসতে হয়।
কিন্তু যাকে দেখলে মনে আসে ভয়
সে কী করে নেতা হয়?
সে কখনোই নেতা নয়;
নেতার বেশে দানব বোধ হয়।


যে নেতা জনবিচ্ছিন্ন হয়
সে কখনোই নেতা নয়।
যে নিজের ভুল ঢাকতে ভোটে জেতার দোহাই দেয়
সে কখনোই নেতা নয়।
যে নেতা ক্ষমতার সিড়ি চড়তে
গিরগিটির ন্যায় রং পাল্টায়
সে কখনোই নেতা নয়;
নেতার বেশে দানব বোধ হয়।