মরছে মানুষ হাজার হাজার
চারিদিকে আজ লাশের পাহাড়
এই দুর্দিনেও কাঁপাতে বাজার
ভাষণে হাজির আমি,


চারিদিকে শুরু জমিয়ে প্রচার
বাজাও দেখি, থালা যে যার
দিলেই এ রোগ ভিড়বে না আর
এটাই আমি মানি।


বিজ্ঞান, তুই বস না ঘরে
দরকার কী? কাজ করে
আমার হনু লাফিয়ে জোরে
কাটিয়ে দেবে সব দোষ,


আলো নিভিয়ে, পুড়িয়েছি বাজি
ওই 'করোনা'! মরনা পাজি,
তুই যদি না মরিস আজি
গিলবো কিন্তু গো-রস।


মরনা রে বাপ! পারছিনা আর!
কতদিন আমার হয়নি প্রচার!
জাত-ধর্ম বন্ধ সবার
চাইছে সবাই রসদ


প্রশ্নগুলো উঠছে জেগে
তাইতো কিছু যাচ্ছে রেগে
যাবো এখন কোথায় ভেগে?
সব কিছু যে, অসদ।


ওরে আমার, 'লুঠে খাওয়া ভাই'
বলনা, আমি কোথায় পালাই?
মার্কিন যাবো? সে পথও নাই
সাহেবের হয়েছে রাগ;


কোটি টাকার মেকআপ গলে
মুখোশটা যে, যাচ্ছে খুলে
ওই ' করোনা ', তুই যা না চলে!
মারতে তোকে, ফুরিয়ে গেছে কুইনাইন ড্রাগ।