তোমাকে যত দেখি আমার বরাহের প্রতি করুণা আসে,
তারা সঙ্গী বদলায় ন মাসে - ছ মাসে;
কিন্তু তুমি?সঙ্গী পাল্টাও মাসে মাসে।
তাই বরাহের প্রতি মায়া আসে।


তোমার তো যে করেই হোক ক্ষমতা চাই, চাই জিত
তুমি নাকি রাজনীতিবিদ!
সত্যিই কী তুমি রাজনীতিবিদ?
নাকি নরকের কীট?


শিবির পাল্টাও তুমি পোশাকের ন্যায়
সেখানেই যাও যে তোমায় দেয়
টাকা, ক্ষমতা কিংবা অন্যায়
করে পার পাওয়ার ডিক্রি,


তুমি কি সত্যিই মানুষ?
তোমার কি আছে কোন হুস?
যদি থাকত হুস; যদি হতে মানুষ
তবে এভাবে দেশকে করতে না বিক্রি।