লড়লি তোরা, মরলি তোরা,
লড়িয়ে তোদের মারলো যারা,
দ্যাখ কীভাবে আজকে তারা -
জোট বেঁধে একসাথে;
তোদের সাথে খেলা করে
জল খায় একঘাটে।
দ্যাখ! একবার দ্যাখ!
যদি দেখার সাহস থাকে।


সব নীতি আজ দুর্নীতিতে
হিংস্রতা আজ যাচ্ছে জিতে
তোরা এখন যাবি কোথা?
মিলে গেছে সব পাপের হোতা
তোদের মোহের গাছে চড়ে
বিলাসী সাম্রাজ্য গড়ে
দাপিয়ে বেড়ায় আজকে যারা
গতকালও শত্রু তারা।
সবই নাটক, সবই খেলা,
মিথ্যা লড়াই সারাবেলা,
আর কবে তোরা বুঝবি বল?
ওরে সব ভেড়ার দল
রাজারা যে যুদ্ধ লাগায়
তা নাটক ছাড়া আর কিছু নয়
সাধারণই মরে তাতে
রাজারা সব, ঘুমায়! ঘুমায়!
শান্তিতে হায় - শান্তিতে হায় -
রাজারা সব, শান্তিতে ঘুমায়।


দ্যাখ আজকেও সেটাই হোলো
সব নীতি আজ চুলোয় গেল
চুলোচুলির ঠেলায় পড়ে
নিরীহ কিছু প্রাণ হারালো,
সব নীতি আজও চুলোয় গেল।
নীতি কোনদিন ছিল না যাদের
তাদের জন্য লড়তে গিয়ে
প্রাণ নিয়েছিস নিজের - নিজের
মানবতার বলি দিয়ে।
ভাব শুধু তুই একটিবার
লড়াই কার? জিতছে কে?
অধিকারে তোর চড়িয়ে হার
ক্ষমতার রুটি সেঁকছে কে?
ভাব শুধু তুই একটিবার
লড়াই কার? জিতছে কে?
অধিকারে তোর চড়িয়ে হার
ভোগ! ভোগ! ভোগ! করছে কে?


যদি না তুই ভাবিস আজও,
ধ্বংস রোখা যাচ্ছে না।
চোখ থেকেও অন্ধ হলে
যুক্তি দিশা পাচ্ছে না।
ধ্বংস রোখা যাচ্ছে না।
ফল! ফল! ফল! মৃত্যু। মৃত্যু।
জীবন, আলো পাচ্ছে না।
তোরাও মর! আমিও মরি!
ওরা, বাঁচি, চাচ্ছে না;
ধ্বংস রোখা যাচ্ছে না।


লড়! লড়! লড়! নকল লড়াই
লড়িয়ে ওরা, বাঁচুক গে!
তোর তাতে কী? তোর তাতে কী?
মরেই রুটি সেঁকতে দে!
আরও লড়ে - লড়ে!
আরও লড়ে - লড়ে!
ওদের রুটি সেঁকতে দে।


থাক! থাক! থাক! থাকরে তোরা!
বিভেদ নিয়েই থাক তোরা
থাক বেঁটে থাক! থাক বেঁটে থাক!
খাক - খাক - খাক! খাক ওরা!
বেঁটে বেঁটে থাক, থাক তোরা,
খাক ওরা ভাই; খাক ওরা।
বেঁটে বেঁটে থাক, থাক তোরা।


আরও জোরে জোরে, আরও জোরে জোরে,
লড় - লড় - লড়! লড় তোরা
তোদের লড়াই, না পেলে দিশা,
বাঁচে, বাঁচে, বাঁচে, ওরা।
লড় - লড় - লড়! লড় তোরা।


এখনও বলছি - সময় আছে,
ভাব শুধু তুই একটিবার -
কিসের লড়াই? লড়লি কিসে?
ভাব শুধু তুই একটিবার।
বুঝলে ভালো। বুঝলে আলো।
ভাব! ভাব! তুই একটিবার
ঘুঁচবে দেখিস আঁধারগুলো
দুর হবে সব অন্ধকার।
ভাব শুধু তুই একটিবার।


ভাব শুধু তুই একটিবার -
অধিকারে তোর চড়িয়ে হার
ক্ষমতার রুটি সেঁকছে কে?
ভা'ব - ভা'ব - ভা'ব একটিবার
লড়াই কার? জিতছে কে?
অধিকারে তোর চড়িয়ে হার
ভোগ! ভোগ! ভোগ! করছে কে?
যদি না ভাবিস, যা মার - মর!
আমাকেও দে, দে মেরে
চোখের সামনে সভ্যতাটা
জ্বলতে দেখে যাই মরে
মরা মন নিয়ে বাঁচার থেকে
কর পুরোটা ধ্বংস মোর
তারপর তোরা যা মরে যা
ধ্বংস কর! ধ্বংস কর!
নিজেরা জ্বলে, দে সেঁকেদে
ওদের রুটি ভীষণ জোর
ধ্বংস কর নিজেই নিজেকে
ডুবে থাক রাতে, ওদের ভোর।
কর পুরোটা ধ্বংস মোর।
ধ্বংস কর! ধ্বংস কর!
কর পুরোটা ধ্বংস কর;
আজ এবেলা ধ্বংস কর
কিস্তিতে নয় - কিস্তিতে নয় -
পুরোপুরি ধ্বংস কর।
কর পুরোটা ধ্বংস কর।