শোনো মাস্টার, তুমি শিক্ষক নও
কারবারি পকেট কাটার
শিক্ষা নিয়ে ব্যবসা করে
শুনি লাভ হয়েছে কার?
কাঁড়ি - কাঁড়ি টাকা, দামী গাড়ি - বাড়ি
হয়েছে ঠিকই আজ তোমার
তবে মরার সময় কী নিয়ে যাবে?
ভেবেছো কী কভু একবার?
শোনো মাস্টার, তুমি শিক্ষক নও
রক্তকীট, সমাজের মজ্জায়
অগাধ টাকা মাইনে নিয়েও
শিক্ষাকে নামিয়ে রাস্তায়,
স্কুলের ভিতর পায়ে পা দুলিয়ে
যারা খালি - খালি সময় কাটায়,
তাদের কী শিক্ষক বলা যায়?
শোনো মাস্টার, তুমি শিক্ষক নও
তবে কেন নিয়েছ এই ভেক সাজ?
যাও তো দেখি শ্মশানে আজ
বহুকাল স্তব্ধ শকুনের কাজ
যদি মুখে থাকে তোমার একটুও লাজ
চাকুরী ছেড়ে, কর সেই ' রাজকাজ '।
শোনো মাস্টার, তুমি শিক্ষক নও
তবে কেন আর ভাঁড়ামো করছ?
শিক্ষাদান, তোমার কাজ নয়
প্রশ্ন : চাকুরী থেকে কবে সরছ?
আম্বানি, আদানি লুটে নিল দেশ
তুমি কী লুটতে, বাকি রেখেছ?
পুঁজির রোগে আক্রান্ত তুমিও
তাই টাকার নেশায় আজ মরছ।
টাকাতো কামালে জীবনে অনেক
মানুষ করেছ ক'জনকে?
শুধু ঠেকে বসে তুমি, দুষতে জানো
সমাজ বিরোধী; দুর্জনকে।
তবু লাজ নেই দেহে একটুও আজ
টাকার নেশায় তুমি অন্ধ
তাই শিক্ষকতা চুলোয় গিয়ে
শিক্ষাদান আজ বন্ধ।
স্কুলের ভেতর বেঁধে নম্বর
ছাত্র জোটানো যার স্বভাব
মাইনেতে তার পোষাবে কী আর?
আম্বানিরও যে অভাব!
বন্ধ কর! বন্ধ কর!
এই নোংরামির আছে সীমা,
জাগলে মানুষ ভাঙবে তোমার
লোভাতুর ভঙ্গিমা।