উন্নয়ণের যজ্ঞে আজ
মানুষ পুড়ে ছাই।
উন্নয়ণের কাঙালপনায়
শুধু গনতন্ত্রই নাই।
গনতন্ত্র! সে আবার কী?
শুনিনি তো আগে,
উন্নয়ণের চলার পথে
মরতে হবে তাকে।
হুকুম শুনে শাসকগনের
ছুটল দামাল ছেলে,
টুঁটি টিপে মারতে হবে
নাহলে ঠাই জেলে।
আজ উন্নয়ণের মারন গুঁতোয়
বলি নিরপরাধ জান;
তবে জানল সবাই
দুষ্টু ছেলের কান্ড এইখান।
দুষ্টু ছেলে আজ বলির পাঁঠা
কিন্তু তার পাপের আঠা
লেগে যাদের গায়ে,
সেই উন্নয়ণের কাণ্ডারিদের
নেই কী কোনো দায়?
প্রশ্ন বড় কঠিন জানি
শাসক তোমার কাছে
শুধরে নাও ভুল গুলো সব
এখনও সময় আছে।
নাহলে জনতন্ত্রের রোষানলে
একবার ফিরলে গনতন্ত্র
তখন তোমায় ঝুঁকতে হবে
চলবে না আর হামলাতন্ত্র।