রাস্তার পাশে, ফুটপাথ ঘেঁশে
হয়তো কোনদিন আমার লাশটা,
জনা কয়েকের বৃত্তের ভীরে, মুখে মানসে বা গল্পের জোড়ে
করবে আবার বেঁচে উঠার চেষ্টা ৷৷


পারবেনা জানি, এড়াতে প্রাণহানি
এই দেহ আমার নস্বর,
আইনী, বিধানী, বারোয়াড়ী শয়তানী
লুটে খাবে ফের ক্ষীণ ক্ষুদ্র তস্কর ৷৷


জীবনের স্মৃতি, টেনে দেবে ইতি,
কষ্টে প্রতিবেশী ধূলো
প্রীতি-সম্প্রীতি, নিছক রীতিনীতি
লাল রক্ত কেলাসে কালো ৷৷ ৷৷


মর্গের হীমে বরফের স্টীমে
হয়তো কোনদিন আমার লাশটা,
ভরা যৌবন, ঘোর বসন্তে, চিরে-কেটে ময়না তদন্তে
করবে আবার বেঁচে উঠার চেষ্টা ৷৷


পারবেনা জানি,শুনাতে নীলবাণী
স্টেথোস্কোপটাও চাটবে রিশয়ত,
অর্থের খনী হবে মিথ্যার ৠণী
অনর্থক সাজানো সব কৈফিয়ত ৷৷ ৷৷


শুনশাণ শ্মশানে, চিতার আগুনে
হয়তো কোনদিন আমার লাশটা,
বিধিশাস্ত্রের ধূপে-ধূনে,কৃচ্ছার্কিতীর অনুরণনে
করবে আবার বেঁচে উঠার চেষ্টা ৷৷


পারবেনা জানি , দিতে নীরব সাবধানী
প্রতিক্রিয়ার প্রতিবাদ জাত জন্মান্ধ
পন্ডশ্রম ঘাঁনি, স্তাবর অশনি
হাওয়ার মিশ্রণে বৃথা পোড়া মাংসের গন্ধ ৷৷ ৷৷