প্রথম তুষারপাত যখন বরফ মেখেছি
অথবা পূর্ণ যৌবনা নদীর শিশু রূপ
দেখবো বলে পথিক হয়েছি  
ঠিক তখন সন্ধ্যাবেলা টিলা পাহারের বুক
থেকে আসা একরাশ ঠাণ্ডা হওয়ার মতো তুমি ;
    
না এমন টা নয়
সেরা মাছের পিস্ আমার জন্য তুলে রাখবে তুমি,
না এমন টা নয়
তোমার নরম চুলের গোছায় হাত রেখে আমি ঘুমিয়ে যাব;

পাহাড়ি গ্রামের জানালা থেকে প্রথম দেখা
কাঁচনজঙ্ঘার মতো তুমি,
উঁচুতে ঠাণ্ডা মাখার পারে
এক কাপ কফির চাহিদার মতো তুমি;
  
জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আমার দিকে তাকানো শুধু তোমার দুই চোখ,
আগমনী বর্ষার ঘন কালো মেঘের মতো ।