তোমার লোমকূপ জুড়ে নিয়ন্ত্রণ
অদৃশ্য রেখাপাত করে তোমার প্রলাপ
কি পাও পোড়া ভাতে
ওই দেখো রাজধানী পথ -  চলে যাও।

কেও হাতজোড়ে প্রার্থনা করে না
এক মুঠো প্রান্তিক ভাত খোলসে
লুকয় জঠরে রাখা ধান
গোগ্রাসে গেলে নরম চর্বি
বন্ধ্যা মাঠ জুড়ে জমে দেহের সব অতিরিক্ত বিষ ফল
ওই দেখো রাজধানী পথ - চলে যাও।

ক্যানভাস জুড়ে তোমার নরম মন
তোমার ই মতো চামড়া
ছিঁড়ে নিতে চায় -  করজোড়ে মাথা পাতো
চেপে ধরো পাগলের কুষ্টি বিচার
লাখ টাকার ছাদ বর্ষার ফলার মতো
ফালাফালা করে  সদর দরজার কাঠ।

তুমি!  মানচিত্র ছিঁড়ে উনুন ধরাও।