সৌরভের খোঁজে


নৈশব্দের মাঝে প্রবল শঙ্কায়
ঘোলা দৃষ্টিতে অপলক তাকিয়ে থাকা
অম্লতা গ্রাস করে সমস্ত যকৃত,
পিছু টানে তার ঘ্রাণ মাখানো
আটপৌরে শাড়ির আঁচল।


অসীমের মাঝে সীমা টেনে
আমি এগিয়ে গেছি অনেকটা পথ,
শীতলপাটিতে দুঃখ ছড়িয়ে
মুক্তো খুঁজি আনমনে।


হয়ত কোন এক শরতের শুভ্র আকাশে
উড়বে তোমার ঘ্রাণ
পিছু নেব সেই মেঘের আঁচলের,
জানি না, কেন জানি মনে হয়
হয়ত এটাই আমার জীবনের লক্ষ্য...