বাতাসে বারুদ-গন্ধ, তবু কেউ যাবো না তো ফিরে--
উত্তেজিত, মন্ত্রমুগ্ধ জনতার ভিড়ে
কে একজন ডেকে ওঠে: শহীদ বরকত!
‘উপস্থিত’....সাড়া শুনে আচম্বিতে খেলাম থতমত;
শহীদ আসাদ বলে এই ক্ষুব্ধ সমাবেশে কে আছো হাজির?
‘এই তো দাঁড়িয়ে আছি’ সাড়া দিলো মৃত্যুহীন বীর!
কেউ কি এখানে আছো যার নাম ছিলো মতিউর?
‘ইয়েস, ইয়েস, স্যার’,অজেয় কিশোরকণ্ঠে দৃঢ়তার সুর।!
এসেছো কি নূর হোসেন--বাঙালির অমর ভাস্কর?
‘না-এসে থাকতে পারি? সেই কবে রাজপথে বেঁধেছি তো ঘর’!
কে আছো মিলন নামে কিংবা রাউফুন বসুনীয়া,
পীচঢালা রাজপথে লাল-রঙা সূর্য একেঁ কাঁপালে দুনিয়া!
মুগ্ধ,আবু সাঈদ আছো কি--সঞ্জীবিত প্রজন্মের বীর?
স্টেরিও তরঙ্গ তুলে ভেসে আসে বহু কণ্ঠে : হাজির...হাজির....