আমি পারি সূর্যের আলো হতে,
কিন্তু আমার ইচ্ছে করে
রাত হয়ে অন্ধকার ছড়াতে।


আমি হতে  পারি শিশুর প্রাণবন্ত হাসি,
কিন্তু আমার হতে ইচ্ছে করে
কান্নার মতো সর্বনাশী।


আমি হতে পারি প্রেমিকার ভালোবাসা,
কিন্তু আমার হতে ইচ্ছে করে
প্রেমিকার শরীরের চাষা।


আমি হতে পারি স্কুলের মাস্টার মশাই,
কিন্তু আমার হতে ইচ্ছে করে
মগজ বিক্রির এক কসাই।


আমি হতে পারি শ্রেষ্ঠ এক মানব,
কিন্তু আমার হতে ইচ্ছে করে
মানুষ বাদে শিয়াল,শকুন সব।


অতএব আমার ইচ্ছে আর আমার সামর্থ্য
পরস্পরকে বিপরীত মেরুতে করেছে খণ্ডিত।