পাওয়া না পাওয়া নিয়ে আমার আফসোস নেই,
ছিলো না কভু।
আমি অনেক কিছুই চেয়েছি, আংশিক পেয়েছি
না পাওয়ার সংখ্যা ভারী।
আমি তবুও চেয়েছি  যতোটা না পেয়েছি


শৈশবে যে খেলনা আমার প্রয়োজন ছিলো_
সেটি আমি পাইনি বলে একটি দিন অথবা একটি রাতই কেবল কেঁদে কাটিয়েছি।
তারপর সেটির জন্য আমার আর কোনদিন আফসোস হয়নি।


কৈশোরের ইদে আমার চাইতাম দামী ব্রান্ডের জিন্স আর জুতো,
আমি শাদা ট্রাউজার আর ব্লিচিং এ ঝ্বলসে যাওয়া চকচকে পাঞ্জাবি তে কাটিয়ে দিতাম খুশি মনে।
আমার মন খারাপ হতো,
ইদ চলে গেলেই ভুলে যেতাম।


যৌবনে তোমাকে চাইতাম,
কিছুদিন মনে হতো তোমাকে খেলনা কিংবা জিন্সের সাথে মিলিয়ে ফেলতে পারবো
ঘোর কেটে গেলে তুমিও ওদের মতোই চলে যাবে..


কিন্তু তুমি স্থায়ী।
তোমাকে যৌবনের শুরু থেকে চাইতাম
এখন বার্ধক্যে পৌছে গেছি_
তবুও তোমাকে না পাওয়ার আফসোস আমার থেকেই গ্যালো।


তুমিই কেবল আমার একমাত্র ব্যর্থতা!  যাকে আমি চাওয়ার মতো না,পাওয়ার মতো করে চাইতাম।