অদৃশ্যের মায়াজালে পায়ে পড়েছি শিকল
ঘর থেকে বের হতে গেলে শিকলে লাগে টান,
কিছু বুঝেনি, কিছু আমি তাকে বুঝাইনি
কিছু শুনেনি,কিছু আমি তাকে শুনাইনি
মরুভূমির মতো অন্তহীন উত্তাপ
জ্বলসে যাচ্ছে উদাম শরীর ও  মন
কিছু পেতে চাইলে তার সাধন প্রয়োজন।


দিগম্বর সন্যাসী হতে হয়
লজ্জা ভূষণ জলাঞ্জলি দিতে হয়
ভিখিরির মতো খোদার কাছে প্রার্থণা করতে হয়।


হঠাৎ একদিন রঙিন আকাশ দেখে আহ্লাদ করতে নেই
মেঘ শেষে সূর্য যেমন অপেক্ষায় থাকে তেমনই
রৌদ্রুজ্জ্বল দিন শেষে মেঘে ঢাকা আকাশটাও কিন্তু চাঁদ'কে ঢেকে দিতে পারে।
ক্ষণিক সুখে যারা অতীত কে ভূলে যায়
তাদেরকে আমি ঘৃণা করি,
তারা সুখের শেষে দুঃখের দিনে ফের আশ্রয় চাইবে
তাদের নৈতিকতার যুক্তিগত যোগ বিয়োগ আমি বুঝিনা
শুধু বুঝি তারা কোনও সুখেই সুখী হতে পারবেনা।


বৃষ্টি এলে কী আমার মতো প্রেমিক হয়ে কাঁদে?
বৃষ্টিকে আমি ভয় পাই, কোনদিন আবার আমার কান্নার জল পৌঁছে দেয় তার মোহে
আমি পায়ে পড়েছি শিকল
ঘর থেকে বের হতে গেলে লেগে যায় টান
তাই বৃষ্টি এলেও এখন আর কাঁদি'না
তারা কাঁদুক যারা বর্ষাকে নিছক অবহেলা ভাবে
শরতের শেষেই যারা ভাবে বর্ষার জল যাবে শুকিয়ে
যারা ভাবে অতীত কখনো ফিরে আসে না
তাদের আমি ঘৃণা করি,ঘৃণা করি,ঘৃণা করি।