দুনিয়াতে আজ আছে মানুষ তবু,
ভালোবাসতে সে চায় না কভু।
সৎ মানুষ খুব কম আছে আজ,
সাহায্য করবেই যদি পরেও বাজ।
সে কবে থেকে যে এল মানুষ,
আকাশ হতে পড়ল ইন্দ্রধনুষ।
সে একজনই ছিল প্রকৃত ইনসান,
মানুষের জন্য যার ছিল মন ও প্রান।
ভালোবাসা দিয়ে গড়ল মাতৃভূমি,
তাকে শ্রদ্ধা জানাও তুমি।
যার কথা শুনে চোখে আসে জল,
যার ছিল সেই অসীম বল।
লড়েছিল সে ছিলনা ক্লান্তি,
সে আমাদের মাহাত্মা গান্ধী।