মনে রেখো-
আমি এলেই তোমার শহরে বৃষ্টি হবে,
শিরশিরে শীত কিংবা রূপালী রোদ্দুর
সব ভুলে কালো মেঘে ছেয়ে যাবে তোমার আকাশ৷


মাঝরাতে-
যদি ঘুম ভাঙে শিউলির সুবাসে,
পরী নামা জ্যোৎস্না খেলা করে উষ্ণ বিছানা জুড়ে,
নিশ্চিৎ জেনো তোমার জানালায় কেটেছে আমার অলস দুপুর৷


যদি দেখো-
খুব ভোরে বারান্দা জুড়ে রোদ আর
জোড়া শালিকের ভালবাসাবাসি,
ডায়েরির পৃষ্ঠায় উঠছে জ্বলজ্বলে স্মৃতি,
এইতো, আমি আশেপাশেই আছি৷


গোধূলিবেলায় হুট করে মন খারপের সেশন,
শহর জুড়ে বিষণ্নতা আর বিষাদের মশাল মিছিল,
সন্ধ্যা আসার আগেই ঘরে প্রিয় লোডশেডিং,
কারণ আর কিছু নয়;
আমার ট্রেন ছেড়ছে তোমার স্টেশন৷