ডিসেম্বর আমার খুব প্রিয় একটা সময়৷
আসন্ন শীতের সন্ধ্যায়, শহরের বিষণ্ন মানুষ গুলো লাল-নীল-হলুদ কার্ডিগান আর সোয়েটারের ও‘মে বড্ড রঙিন হয়ে ওঠে৷
প্রিয় মানুষ গুলোর অভিমান কুয়াশায় উবে যায়,
আঙুলে আঙুল রেখে কাছে আসে,
উষ্ণতার মায়ায় অভিধান ভুলে যায়৷


রাতভর হিমে দূর্বা ঘাসে রোজ শিশিরের ফুল ফোঁটে৷
কখনো কখনো সূর্যের আলসেমির সীমা থাকে না,
ধোঁয়া ওঠা ভাপার স্বাদেও আমাদের ঘুম ভাঙে না৷
হলুদ শর্ষে ক্ষেতের আকাশ জুড়ে ছন্নছাড়া গাঙ শালিকের মতো উড়ে ডানপিটে ঘুড়ি৷
দুপুরের মিষ্টি রোদে চোখ লেগে আসার আগেই আবার নামে গোধূলী৷


আর দুঃখবতী আর্টেমিস রাত্তির জেগে অরণ্য-পাহাড়ের পর্ণমোচী দুঃখগুলোকে পালক তুলির ছোঁয়ায় সারিয়ে বসন্তের প্রস্তুতি নেয়৷