শীত এসে কড়া নেড়েছে দরজায়,
বিষণ্ণতায় বিবর্ণ স্মৃতি বৃক্ষের
নীল পত্রে মৃত্যুর সুবাস ৷


অঘ্রানের লাল-হলুদ পুরোনো গল্পেরা
পৌষের শিশিরের ভারে ঝরে পড়বে,
মাঘের কোনো এক কুয়াশাচ্ছন্ন ভোরে হেঁটে যাবো
শুকনো স্মৃতি মাড়িয়ে একাকি, বহুদূর!


ফাল্গুনে হয়তো পৌছে যাবো চিরসবুজ অরণ্যে?
প্রতিক্ষায় থাকি, প্রতি শীতে!