যদি তোমার ফিরে আসার মানে হয়
পুরোনো অনুভূতির পুনরাবৃত্তি করা,
তবে ফিরতে চেয়ো না।
আমি আজ যে স্থানে দাঁড়িয়ে,
সে এক শক্ত অবস্থান,
যা তৈরি হয়েছে নিজের অনুভূতির সঙ্গে
দীর্ঘ সময়ের নির্মম লড়াইয়ে।
নতুন করে ধ্বসে যাবে সেই পুরোনো অস্ত্রাঘাতে—
তা ভেবে ভুল করেও ফিরো না তুমি।
তাহলে এবার অকপটেই হেরে যাবে
নির্মমতার যুদ্ধের শেষে দাঁড়িয়ে থাকা
আমার আজকের অনুভূতির কাছে।
তুমি বরং ফিরে যাও।
ফিরে যাও সেই সময়েই,
যখন তুমি নিশ্চিত হয়েছিলে—
এবার আমাকে ছাড়া যায়।
ফিরে যাও সেই অনুভূতির কাছেই,
যে তোমায় জানিয়েছিল—
এবার সময় হলো আমাকে বিদায় বলার।
আমি সব ধরনের অনুভূতির পিচ্ছিল পথ হেঁটে এসেছি,
সব কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়েছি।
কত পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে
ছিটকে গিয়েও ছিটকে পড়ার পথ পেরিয়ে এসেছি
এমন এক অনুভবে,
যেখানে পুনরাবৃত্তির পথ খোলা নেই।
তুমি বরং ফিরে যাও—
যদি দেখতে বা দেখাতে আসো পুনরাবৃত্তির রূপ।