আসবে কবে ঈদ, যাবো কখন বাড়ি,
থাকবে হাতে তখন, মিষ্টি ভরা হাড়ি।


শুধুই নিবো মিঠের হাড়ি, তাই কি কভু হয়?
সেমাই না নিলে সবাই করবে তো নয়-ছয়!


সবরী কলা, চিড়ের মোয়া, আর কি কেনা চাই?
পড়লো মনে- লাগবে আতর, দিবে দাদাভাই।


মায়ের জন্য নিবো শাড়ি, বোনের জন্য জামা-
বাবার জন্য ঈদ-উপহার দিলেন বড় মামা।


চালের পায়েস খেয়ে যাবো ঈদগাহেতে আমি
অল্প পেয়েই খুশি সবাই, ঈদটা আসল দামী!