লোকে বলে “আরে বেটা, ব্লগ লিখে কি হবে?
লেখালেখি করে কারো পেট ভরে এ ভবে?
ব্লগ লিখে বেকারেরা, মাথা যার নষ্ট,
যারা ব্লগ লিখে না, তারা করে কষ্ট!
ছড়া আর কবিতা, রম্য ও গল্প-
লিখো এত ছাইপাশ, কামাও তো অল্প!
ঘরে কাজ করে মা, বাবা করে টাকা আয়,
উনি শুধু ল্যাপটপে দেশসেবা করে যায়!
রাজনীতি করলেও ভালো হত তার চে’
বড়নেতা পকেটেতে গুচে দিত খরচে!
করুক সে গরু-চুরি, পুকুরটা গিলে যাক,
দেশ নিয়ে কেন ভেবে চুল ছিঁড়ে কর টাক?
যত খুশি কারেন্টে বিল আমি তুলব,
লাইট-ফ্যান-এসি সব সারাদিন খুলব!
গ্রীন-হাউজ এফেক্টটা ধুয়ে পানি কর পান,
কিছু যদি না-ই পার, ঠেলাগাড়ি দাও টান!
ব্লগার-রা সকলে ঘৃণা করে ধর্ম,
মসজিদে কম দেখি, এই কর কর্ম?
মানুষের দেখভাল করবে তো সরকার,
এর থেকে আমাদের দূরে থাকা দরকার।
তাই বলি, কর কিছু- ব্যবসা বা চাকরি,
বিয়ে কর সুন্দরী নার্গিস ফাখরি!
কাজ থেকে ফিরে এসে বেনসনে টান দাও,
গার্লফ্রেন্ড সাথে নিয়ে পিজা হাটে কফি খাও!
বাস্তবে এলে তুমি, কেটে যাবে সব ঘোর,
যার যার জায়গায় হতে হবে ঝানু চোর!”


আমি বলি, “আরে ভাই, লাগে নাকি হিংসে?
ব্লগার কি জানো না? আছো একবিংশে?
ব্যাপারটা বুঝি আমি, আঙ্গুর ফলে টক!
পারলে তো কর দেখি, ছন্দেতে বকবক!
কয়েকটি নমুনা দেখে কেন বুঝ ভুল?
কাঁটা আছে ডালে-ডালে, তবু ফুটে যায় ফুল।
বাপের টাকাতে খাই, লাগে কেন আপনার?
মগজটা ভোঁতা বেশি, খুঁজে নিন শার্পনার!
জীবনটা ব্যর্থ, নাই যেথা ছন্দ-
মর্মটা না বুঝে বল কেন মন্দ?
দেশ আর পৃথিবী- আমাদের সকলের,
করি আমি সম্মান, তোমাদের ধকলের।
কাজ যার, তাই করি, নিন্দাটা দিই বাদ,
হবে তবে সুখী জেনো আমাদের আওলাদ।
মন থেকে ব্লগ লিখি, সত্যটা বলে যাই,
ছড়া লিখে এই সুখ, কোথা আর নাহি পাই!
চাকরি বা ব্যবসা, যাই কিছু করব,
লেখনীটা দিয়ে সাথে ময়দানে লড়ব।
সবখানে খুঁজে যারা লাভ আর স্বার্থ,
গ্যারান্টি সহকারে হবে তারা ব্যর্থ!
কেন লিখি ব্লগ আমি, ঢুকল কি মাথাতে?
না বুঝে আর এসো না আমাকে ঘাঁটাতে!!