মন ভালো হয়ে যাবে
ঘর হবে আলো,
ডাক দিয়ে চলে যাক
মেঘ যত কালো।


বিজলির আলোতে
মেলে দিয়ে ডানা,
সাদা মেঘে নীলপরী
দিবে এসে হানা।


সকালটা হলে পরে
জানলাটা খুলে,
নীলপরী লাগাবে
রোদগুলি চুলে।


উঠানেতে উড়ে গিয়ে
ছেড়ে কলখানি,
হাতদুটো হেসেখেলে
মুখে দিবে পানি।


বেদনার সব রং
নিয়ে নীলপরী,
মন ভালো করে দিবে
নিজ হাতে গড়ি।


ভালবেসো পরীটাকে
সেই মন দিয়ে,
উড়ে যেতে দিও না
মনখানি নিয়ে।