কৈশোরের বিকেল বেলায়,
মত্ত হতাম নানান খেলায়,
ঘুম-টা কোথায় পালিয়ে যেত-
ফিরতে হত মায়ের ঠেলায়!


মাঠটি ছিল গলির শেষে,
খালটি ছিল মাঠটি ঘেঁষে,
গাছপালা আর ঝোপঝাড়েতে
বল আমাদের যেত ফেঁসে!


ক্রিকেট খেলাই হত বেশি,
ব্যাটিং নিয়ে রেষারেষি-
ছয়তলাতে বল পাঠিয়ে
কেউ দেখাতো নিজের পেশী!


বর্ষায় মাঠ কাদায় ভরা,
ফুটবলের-ই জার্সি পরা-
আমরা যত ভাই-বেরাদর
ল্যাং খেয়ে সব খাচ্ছি ধরা!


শিশিরস্নাত শীতের রাতে
ব্যাডমিন্টন খেলায় মাতে,
চাপ মেরে নেট ফাটিয়ে
কেউ বা ব্যথা পেত হাতে!


সেই যে ক্রীড়া-প্রীতি,
সব পুরোনো স্মৃতি-
ঝড়-তোলা সেই বাক্যগুলো
আজ শুধু উদ্ধৃতি!